ডেস্ক রিপোর্ট
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় পদ্মা ক্যানস অ্যান্ড ক্লোজারস লিমিটেড নামের কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো চারজন।
আজ শুক্রবার (২ অক্টোবর) ভোরের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সকালের পালায় কাজ করার সময় আটতলা ভবনের চারতলায় হঠাৎ করে বিকট শব্দে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। কারখানার কর্মকর্তা মনিরুজ্জামান জানান, টুথপেস্ট, ফেসওয়াশ টিউব তৈরির সময় এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরই দগ্ধ পাঁচ শ্রমিককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
এদিকে, কারখানায় শ্রমিক আহত হওয়ার খবর সংগ্রহ করতে গেলেও গণমাধ্যমকর্মীদের ঘটনাস্থল পরিদর্শন করতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বিস্ফোরণের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।




















