বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ১১ দিন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পর আব্দুল হক আদু (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ মরদেহটি নদীর পার থেকে উদ্ধার করে।
আদু উপজেলার যুগিহার গ্রামের এজাবুল হকের ছেলে।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল হক প্রধান আদুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার রত্নাই সীমান্ত পিলার ৩৮১/৩ এস এর কাছে শূন্য লাইন বরাবর বাংলাদেশের ৩০ গজ অভ্যন্তরে নাগর নদীতে মরদেহ দেখে স্থানীয়রা খবর দেয়। ময়নাতদন্ত শেষে বুধবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে ঠাকুরগাঁও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫০) ব্যাটালিয়নের কোটপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৮৩/২ এস এর আয়রন ব্রিজ নামক স্থান দিয়ে ৭-৮ জন বাংলাদেশি গরু চোরাকারবারী ভারতে যান গরু আনতে।
এসময় ভারতের সোনামতি বিওপির সীমান্তরক্ষী বাহিনীর ( বিএসএফ) টহল দল তাদের ধাওয়া দিলে চোরাকারবারীরা বাংলাদেশে ফেরত আসার জন্য নাগর নদীতে ঝাঁপ দেন। নদীতে ঝাঁপ দেওয়ার পর সবাই ফেরত আসলেও আদু নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।




















