সারাদেশ ৩০ সেপ্টেম্বর, ২০২০ ০৩:২৭

কেমন থাকবে আজকের আবহাওয়া?

নিজস্ব প্রতিবেদক

আজ বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০। ১৫ আশ্বিন ১৪২৭। আবহাওয়া অধিদপ্তরের সূত্র মতে, আজ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের দুই-এক জায়গায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এপং খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বরিশাল ৩৫.২ ডিগ্রি সে.। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৫.৫ ডিগ্রি সে.।