সারাদেশ ২৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫৫

অতিবর্ষণে দিনাজপুরের নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে দিনাজপুরের নিচু এলাকাগুলো প্লাবিতপানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নতুন করে বৃষ্টিপাত না হওয়ায় দ্রুত পানি নেমে যাচ্ছে।

দিনাজপুরের পুনর্ভবা নদীর পানি ৩৩ দশমিক ৫০ মিটার বিপৎসীমার বিপরীতে রয়েছে ৩৩ দশমিক ৬০ মিটার, আত্রাই নদীর ৩৯ দশমিক ৬৫ মিটারের বিপরীতে বর্তমানে ৩৯ দশমিক ৫৮মিটার এবং ইছামতি নদীর পানি ২৯ দশমিক ৯৫ মিটারের বিপরীতে ২৯ দশমিক ৩৩ মিটার ওপরে অবস্থান করছে।

আজ থেকে পানি নিচে নেমে যাচ্ছে। নতুন করে বৃষ্টিপাত না হলে বন্যার কোনও আশঙ্কা নেই বলে জানায় দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।