সারাদেশ ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০৩:৫৬

ফরিদপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে ফরিদপুরের নগরকান্দায়। আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের চরযশোরদী গ্রামে এ ঘটনা ঘটে।মৃত দুই ভাই হল দ্বীন ইসলাম (৭) ও আরাফাত ইসলাম (৫)। এরা ঐ গ্রামের বাসিন্দা আশরাফ ব্যাপারীর ছেলে।

এলাকাবাসীরা জানায়, দুপুর ২টার দিকে দুই ভাই বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। পুকুরে নেমে ছোট ভাই আরাফত গভীর পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই দ্বীন ইসলামও ওই পুকুরে তলিয়ে যায়। পরে এলাকাবাসী দুই ভাইকে পুকুর থেকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত বলে ঘোষণা করেন।