সারাদেশ ২৭ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫২

কাভার্ড ভ্যানের ধাক্কায় শ্রমিক নিহত

কাভার্ড ভ্যানের ধাক্কায় গাজীপুরের টঙ্গীতে এক কারখানার শ্রমিক নিহত হয়েছেন। টঙ্গীর শিলমুন এলাকায় আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. জজ মিয়া। তিনি টঙ্গী বিসিকের এস আলম ইঞ্জিনিয়ারিং নামে একটি কারখানায় চাকরি করতেন। তাঁর বাড়ি গাজীপুর নগরের শুকন্দিরভাগ এলাকায়।

পরিবার ও পুলিশ সূত্র জানায়, প্রতিদিনের মতো আজ সকালেও তিনি সাইকেল চালিয়ে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক ধরে কারখানার উদ্দেশে যাচ্ছিলেন। শিলমুন এলাকায় পৌঁছালে হঠাৎ পেছন থেকে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান। এতে জজ মিয়া সড়কের ওপর পড়ে যান। পরে কাভার্ড ভ্যানটি তাঁর ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মানিক মাহমুদ বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ওই কাভার্ড ভ্যানচালককে আটক করা হয়েছে।