সারাদেশ ১৮ আগস্ট, ২০১৯ ০১:৪৬

বেপরোয়া গতি, ঈদযাত্রায় প্রতিদিন প্রাণ হারিয়েছে ২২ জন

ডেস্ক রিপোর্ট ।। 

ঈদুল আজাহার সরকারি ছুটি তিন দিন ও ১৫ আগস্টের জাতীয় শোক দিবসসহ মোট চার দিনের ছুটি। এই চার দিনে দেশে সড়ক দুর্ঘটনায় ৯১ জনের প্রাণহানি হয়েছে। যা গড় করলে দেখা যায় প্রতিদিন প্রায় ২২ জন প্রাণ হারিয়েছে। 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় জানা গেছে, বেপরোয়া গতি যা সড়কে ৯০ শতাংশ দুর্ঘটনার কারণ। ঈদুল আজাহা উপলক্ষে ১৫ দিনে অতিরিক্ত ট্রিপ দিতে মালিকদের চাপে বাস চালকরা প্রতিযোগিতায় নামে। তখন গতিসীমা না মেনে গাড়ি চালানোর হার আরো বেড়ে যায়।

প্রতিষ্ঠানটির তথ্যানুসারে, ২০১৬ সালে ঈদুল আজহার আগে বাড়ি যাওয়া, ঈদের দিন ও ফেরার সময়ে সব মিলে ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় গড়ে প্রতিদিন ১৫ জনের প্রাণহানি ঘটেছে। ২০১৭ সালে একই সময়ে একই কারণে গড়ে প্রতিদিন ১৩ জন প্রাণ হারিয়েছে। গত বছর একই সময়ে গড়ে প্রতিদিন মৃত্যু হয় ১৬ জনের। এবার ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত-পর্ব পুরোপুরি শেষ হয়নি। ঈদের সরকারি ছুটির তিন দিন ও পরদিনসহ চার দিনে ৯১ জনের প্রাণহানি ঘটেছে সড়ক দুর্ঘটনায়। এতে দেখা যায়, গড়ে প্রতিদিন প্রাণ হারিয়েছে ২২ জনেরও বেশি।

অথচ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্যানুসারে, স্বাভাবিক সময়ে দিনে প্রাণ ঝরে গড়ে ১০ জনের।

মহাসড়ক পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, বেশির ভাগ দুর্ঘটনার কারণ ছিল অতিরিক্ত গতি।