ডেস্ক রিপোর্ট।।
গাজীপুর মহানগরের টঙ্গী বউ বাজার এলাকায় রেল স্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তিনি এলাকায় মানসিক প্রতিবন্ধী হিসেবে পরিচিত ছিলেন। ঢাকাগামী কোনও ট্রেনের সঙ্গে ধাক্কা লাগায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


















