সারাদেশ ১৭ আগস্ট, ২০১৯ ০২:০৭

নরসিংদীতে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৪ 

ডেস্ক রিপোর্ট ।। 

নরসিংদীর শিবপুরের কারারচরে যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেট কারের ৪ যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনা ঘটে কারারচরের মদিনা জুট মিলের সামনে গতকাল শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারারচর এলাকায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে প্রাইভেটকারের ৪ যাত্রী নিহত হয়। এ ঘটনায় বাসের ৪ জন যাত্রী আহত হয়েছে। 

আহতদের নরসিংদী জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাইভেট কারের যাত্রীরা সিলেট থেকে ঢাকা ফিরছিলেন। তাঁরা বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। হতাহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।