ডেস্ক রিপোর্ট ।।
ভৈরবে লাইনচ্যুত নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন উদ্ধার করা হয়েছে। এর ফলে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর বিকেল সাড়ে চারটার সময় ভৈরব-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ট্রেনটি ভৈরবের জগনাথপুর এলাকায় পৌঁছালে দুই বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়। এতে ভৈরব-ময়মনসিংহ রেলপথে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
খবর পেয়ে ভৈরব রেলওয়ের প্রকৌশলীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের লাইনচ্যুত চাকা উদ্ধারের কাজ শুরু করেন। উদ্ধার কাজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে এই পথে ট্রেন চলাচল শুরু হয়।
ভৈরব রেলওয়ের প্রকৌশলী জিসান দত্ত জানান, ট্রেনের চাকা উদ্ধার করতে রিলিফ ট্রেনের প্রয়োজন হয়নি । স্থানীয়ভাবে রেল কর্মচারীরা সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর চাকা উদ্ধার করতে সক্ষম হন।




















