ঢাকা ময়মনসিংহ, জামালপুর সহ বেশ কিছু রুটে দূর পাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা।
মহাখালি বাস টার্মিনালে দেখা যায় নতুন সড়ক পরিবহন আইনের বিরোধিতা করে ক্ষোভ জানিয়েছেন চালক ও শ্রমিক নেতারা। তবে গণপরিবহন শ্রমিক নেতাদের দাবি দুরপাল্লার গণপরিবহনে ধর্মঘট নেই তবে রাস্তার নিরাপত্তার কথা ভেবে গাড়ি ছাড়ছেন না তারা।
এদিকে, বেশ কিছুরুটে বাস চলাচল না করায় সকাল থেকে দীর্ঘ অপেক্ষার পর ফিরে যেতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের।
গাবতলী বাস টার্মিনালেরও একই চিত্র। সীমিতভাবে দুই-একটি পরিবহন কোম্পানীর গাড়ি ঢাকা ছেড়ে যাচ্ছে। তবে দুরপাল্লার গাড়িগুলো ঢাকায় ঢুকতে না পারায় প্রায় সব রুটেই বন্ধ রাখা হয়েছে বাস চলাচল।





















