সারাদেশ ২০ নভেম্বর, ২০১৯ ০২:৪৫

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকরা

ডেস্ক রিপোর্ট।। 

সড়ক পরিবহণ আইন সংশোধনে ৯ দফা দাবিতে ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকরা।

সমস্যা সমাধানে আজ সারা দেশের মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতরাতে ধর্মঘট ডাকা শ্রমিক প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক দফা বৈঠক করলেও সমঝোতা হয়নি।

আজ বৈঠকে চলমান ধর্মঘটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকদের দাবি, সড়ক পরিবহন আইন স্থগিত করে মালিক-শ্রমিকদের আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জরিমানা বিধান ও দণ্ড উল্লেখ করতে হবে।

তাদের দাবি, সড়ক দুর্ঘটনাজনিত কোনও মামলায় চালক আসামি হলে তা অবশ্যই জামিনযোগ্য ধারায় হতে হবে। প্রকৃত দোষী নির্ণয়ে মালিক শ্রমিক প্রতিনিধিদের সংযুক্ত করে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। সড়ক দুর্ঘটনার মামলায় কোনও গাড়ির মালিককে হয়রানি করা যাবে না।

শ্রমিক নেতারা জানান, আইন সংশোধন না করলে শ্রমিকরা অন্য পেশায় যাবে, তবু এ আইনের অধীনে গাড়ি চালাবে না।