সারাদেশ ১৯ নভেম্বর, ২০১৯ ০২:৩২

পেঁয়াজ নিয়ে হুলুস্থুল কান্ডে পুলিশের গুলিতে আহত ১

ডেস্ক রিপোর্ট ।। 

দুষ্প্রাপ্য ও দুর্মূল্য পেঁয়াজের অস্থির সময়ে সিলেটের রিকাবীবাজারে টিসিবির ট্রাকের মাধ্যমে মাত্র ৪৫ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছিল পেঁয়াজ। এই দামে পেঁয়াজ কিনতে সোমবার (১৮ নভেম্বর) ভিড় জমায় আক্ষরিক অর্থেই হাজার হাজার মানুষ। এই ভিড় সামলাতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয়েছেন চন্দ্রকান্ত সিংহ নামে এক ব্যক্তি। গুলিবিদ্ধ চন্দ্রকান্ত সিংহকে (৫৫) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাতে গুলি লেগেছে এবং বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রিতা বেগম জানান, একজন পুলিশ কনস্টেবলের গুলিভর্তি শটগান থেকে মিসফায়ার হয়ে একটি গুলি বের হয়ে যায়। এতে চন্দ্রকান্ত সিংহের হাতে গুলি লাগে। এ সময় পড়ে গিয়ে আহত হন আলেয়া বেগম নামের (৫০) আরেক নারী। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ইকরা গ্রামের শাহেদ আহমদের স্ত্রী।