সারাদেশ ১৭ নভেম্বর, ২০১৯ ০৬:৫৪

আজ থেকে সড়ক আইন কার্যকর করা হবে: কাদের

ডেস্ক রিপোর্ট।। 

নতুন সড়ক প‌রিবহন আইন আজ থে‌কে কার্যকর করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সকা‌লে রাজধানীর এশিয়ান ইউ‌নিভার্সি‌টি অব বাংলা‌দে‌শে সড়ক নিরাপত্তা আইন ও সড়ক প‌রিবহন আইন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা ব‌লেন।

ওবায়দুল কা‌দের ব‌লেন, ‘নতুন আইন ক‌ঠোর হওয়ায় সড়‌কে শৃঙ্খলা আস‌বে। এ আইন করা হ‌য়ে‌ছে সড়‌কের শৃঙ্খলার জন্য। দে‌শের কাঠা‌মোগত উন্নয়ন হ‌চ্ছে কিন্তু সমস্যা সড়‌কে। আজ থে‌কে কার্যকর হ‌চ্ছে নতুন সড়ক প‌রিবহন আইন ২০১৮।’