ডেস্ক রিপোর্ট।।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইয়াসিন আলী (৭০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ইয়াসিন আলী পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার আলিয়াপুর গ্রামের আকবার আলীর পুত্র।
নিহতের মাথায় কোপের চিহ্নও রয়েছে। পুলিশের ধারণা পুর্বশত্রুতার জেরে খুন করে মরদেহটি খোলাবাড়িয়ায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সন্ত্রাসীরা ইয়াসিন আলীকে খোলাবাড়িয়ায় রাস্তার উপর জবাই করে হত্যার পর পালিয়ে যায়। রোববার সকালে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।
তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম জানান, সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।




















