সারাদেশ ১৬ নভেম্বর, ২০১৯ ০২:২৩

চুরি করার পরে চিরকুটে দুঃখ প্রকাশ করে গেল চোর

ডেস্ক রিপোর্ট ।।

ময়মনসিংহের নান্দাইলের মুশল্লী বাজারের এক কাপড়ের দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতের কোনো এক সময় ওই বাজারের জননী বস্ত্র বিতানে এ ধরনের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে তালা কাটা দোকানে প্রবেশ করে দোকান মালিক একটি চিরকুট পান।

চোরের লিখে যাওয়া ওই চিরকুটে লেখা 'রফিক ভাই আপনার দোকান লুট করার জন্য দুঃখিত। মাফ করবেন। আমি আপনার পরিচিতদের মধ্যে একজন। অটো দিয়ে মালগুলি নিতে অনেক কষ্ট হয়েছে'। এ ধরনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দোকানের মালিক রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে দোকানে তালা লাগিয়ে তিনি চলে যান। পরে শনিবার সকালে দোকানে এসে দেখেন সামনের সবগুলি তালা কাটা। এ অবস্থায় সার্টার খুলে দেখতে পান দোকানের সকল ধরনের মালামাল নিয়ে গেছে চোরেরা। সেই সাথে ক্যাশে থাকা প্রায় ১০ হাজার নগদ টাকাও খোয়া যায়। এতে তার কমপক্ষে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এক পর্যায়ে দেখতে পান ক্যাশের ওপর একটি সাদা কাগজ পড়ে রয়েছে। তাতে ছয় লাইনের লেখাটি দেখে তিনি হতবাক হয়ে যান। চুরির পর এ ধরনের অবস্থায় তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

পরে নান্দাইল থানাকে অবহিত করলে উপ-পরিদর্শক সুব্রত সাহা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেন।