সারাদেশ ২৭ জুলাই, ২০১৯ ০৫:৩৭

কুরবানির বাজারে চাহিদা বেড়েছে কুষ্টিয়ার গরুর

দেশীয় গরু হিসেবে কুষ্টিয়ার গরুর চাহিদা রয়েছে দেশজুড়ে। তাই সারাদেশের কুরবানির গরুর চাহিদার একটি বড় অংশ পূরণ হয় এ জেলা থেকে। এ বছর খামারি আর কৃষকরা কুরবানির জন্য প্রস্তুত করেছে প্রায় দেড় লাখ গরু। তবে লোকসান ঠেকাতে এই সময়ে ভারত থেকে গরু না আনার দাবী তাদের।

কুষ্টিয়ায় এবার সাড়ে ১৭ হাজার খামার ও কৃষকদের বাড়িতে কুরবানির জন্য গরু লালনপালন করা হচ্ছে। এর মধ্যে প্রায় দেড় লাখের মতো গরু, ৭০ হাজার ছাগল ও কিছু সংখ্যক মহিষও কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। 

খামারিরা জানান, গত বছর কুরবানিতে লোকসান হলেও এবার লাভের আশা করছেন তারা। তাই এই সময়ে ভারত ও বার্মা থেকে গরু না আনার দাবী তাদের।

এদিকে কোন রকম কীটনাশক বা ক্ষতিকর কিছু ছাড়াই মাঠের ঘাস ও স্বাভাবিক খাবারে এসব গরু মোটাতাজা হয়েছে বলে নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দিকুর রহমান। 

স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় ৭০ শতাংশ গরু নিয়ে যাওয়া হবে দেশের বিভিন্ন স্থানে।