সারাদেশ ১৬ নভেম্বর, ২০১৯ ০৩:১২

সিলেটে ট্রাক ভর্তি পেঁয়াজসহ আটক ২

ডেস্ক রিপোর্ট।।

এক ট্রাক ভর্তি পেঁয়াজসহ সিলেট থেকে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৯। শুক্রবার বিকালে ক্যান্টনমেন্ট এলাকার বটেশ্বর বাজার থেকে ট্রাক ভর্তি পেঁয়াজসহ তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, সিলেট গোয়াইনঘাট উপজেলার ভিতরাখেন এলাকার লায়েছ উদ্দিন ও রাজশাহীর বোয়ালীয়া উপভাদ্রা এলাকার মীরাজ আলী, অবৈধ পথে ভারত থেকে তামাবিল হয়ে নিয়ে আসা পেঁয়াজ ঢাকায় মজুদ করার জন্য ট্রাকে করে নিয়ে যাচ্ছিলেন। তখন র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৌকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

আটককৃতদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ চলছে।