সারাদেশ ১৬ নভেম্বর, ২০১৯ ০২:৪২

রাজধানীর শাহআলী এলাকা থেকে মাদকবিক্রেতাকে আটক

ডেস্ক রিপোর্ট ।।

রাজধানীর শাহআলী এলাকা থেকে কিয়ামত আলী (৩৭) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা। এসময় ৩৪৫ বোতল ফেনসিডিল ও একটি মিনি ট্রাক আটক করে ইয়াব। 

গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) রাতে শাহআলীর তুরাগ সিটি এলাকা থেকে তাকে আটক করা হয়। র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহআলীর তুরাগ সিটি এলাকায় র‌্যাব-৪ এর একটি দল অভিযান চালায়। এ সময় একটি মিনি ট্রাকের ড্রাইভার এর সিটের নিচ থেকে ৩৪৫ বোতল ফেনসিডিলসহ এক মাদকবিক্রেতাকে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।