ডেস্ক রিপোর্ট ।।
অগ্রহায়ণ মাসের প্রথম দিন আজ শুক্রবার (১৫ নভেম্বর)। এই মাসের প্রথম ১৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। দেশের নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসের সঙ্গে প্রকৃতির যেন মিল রয়েছে। অল্প অল্প করে কমছে রাতের তাপমাত্রা। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ছে।
আবহাওয়া অফিসের শুক্রবার সন্ধ্যা ৬টা পরবর্তী পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শনিবারও (১৬ নভেম্বর) ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।
আগামী দুইদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এই দুইদিন পরবর্তী পাঁচদিনে রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
সারাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় শনিবার সূর্য উঠবে সকাল ৬টা ১৪ মিনিটে এবং ডুববে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে।




















