ডেস্ক রিপোর্ট।।
ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে আগামী কয়েকদিন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়বে ট্রেন।
ট্রেনের সময়সূচি ঠিক হতে আরেও কয়েকদিন সময় লাগবে বলে জানিয়েছেন, কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার আমিনুল হক। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনার পর, আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের প্রেক্ষিতে তিনি একথা বলেন।
দুর্ঘটনার কারণে গতকাল লালমনি এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়। এছাড়া আজও উত্তরবঙ্গগামী ধূমকেতু, নীলসাগর ও রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।
কমলাপুরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আমিনুল হক জানান, উত্তরবঙ্গগামী ট্রেনগুলো দেরিতে কমলাপুর স্টেশন ছেড়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিন ট্রেনগুলোর নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়ে যাবে। তবে, যেহেতু ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে তাই ট্রেন পৌঁছার পর কমলাপুর থেকে দ্রুত ছেড়ে যেতে পারে সে ব্যবস্থা করা হবে।
এ অবস্থায় যেসব যাত্রী ট্রেনের অগ্রিম টিকিট কেটেছেন তারা চাইলে টিকিট ফিরিয়ে দিতে পারবেন বলেও জানান স্টেশন ম্যানেজার।
গতকাল সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাইনচ্যুত হয় উত্তরবঙ্গগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের ৬টি বগি। এ সময়, তিনটি বগিতে আগুন ধরে যায়। এ দুর্ঘটনার কারণে দীর্ঘ সময় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। এরপরই, শিডিউল বিপর্যয় ঘটে।




















