ডেস্ক রিপোর্ট।।
শারীরিক প্রতিবন্ধী যাত্রীকে বিমানে তুলে দিতে গিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম চলে গেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হুইল চেয়ার অ্যাটেন্ডেন্ট। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটেছে বলে বিমানবন্দরের একাধিক সূত্র জানিয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা থেকে বিজি ৪১১ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল। সেই ফ্লাইটের একজন শারিরিক প্রতিবন্ধী যাত্রীকে বিমান তুলে দিতেন আসেন বিমানের হুইল চেয়ার অ্যাটেন্ডেন্ট আতাউর। যাত্রীকে বিমান উঠিয়ে দেওয়ার হলেও হুইল চেয়ার অ্যাটেন্ডেন্ট আতাউরকে না নামিয়ে ডোর ক্লোজ করে দেন কেবিন ক্রুরা। তবে নামিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন আতাউর। কিন্তু তাকে না নামিয়েই ফ্লাইটটি চলে যায় চট্টগ্রাম।
এ বিষয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার (অডিট) মো. জাকির বলেন, ‘যাত্রীর একটি পা ছিলে না বলে তাকে সহায়তা করতে হুইল চেয়ার অ্যাটেন্ডেন্ট উড়োজাহাজে উঠেছেন। তাকে সহায়তা করতেই তিনি চট্টগ্রাম গিয়েছেন।’
তবে সব বিমানবন্দরেই বিমানের হুইল চেয়ার অ্যাটেন্ডেন্ট থাকার পরও কেন তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার প্রয়োজন হলো এই প্রশ্নের




















