সারাদেশ ১৩ নভেম্বর, ২০১৯ ০৭:২৭

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে ৫৫ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট।। 

 গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর অভিযানে মোট ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস ডিএমপি নিউজকে বলেন, আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানা-১১ জন, রাজপাড়া থানা-১১ জন, চন্দ্রিমা থানা-৮ জন, মতিহার থানা-৫ জন, কাটাখালী থানা-১ জন, বেলপুকুর থানা-১ জন, শাহমখদুম থানা-১ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১০ জন, কর্ণহার থানা-১ জন, দামকুড়া থানা-১ জন ও ডিবি পুলিশ-৩ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৮ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ৯ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, বোয়ালিয়া মডেল থানা পুলিশ ১) মোঃ সাহেব আলী (২১)কে ২৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। রাজপাড়া থানা পুলিশ ১) মোঃ হাসানুজ্জামান হাসান (২৪)কে ৫০ গ্রাম গাঁজা ও ২২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। মতিহার থানা পুলিশ ১) মোঃ জীবন ইসলাম @ শান্ত (২০) ও ২) মোঃ তরিকুল ইসলাম (১৯)দ্বয়কে ১৮৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। চন্দ্রিমা থানা পুলিশ ১) মোঃ নাদিম হোসেন (৩৭)কে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ১) মোঃ উজ্জল (৪০)কে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে, ২) মোঃ তরিকুল ইসলাম (২৫)কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ও ডিবি পুলিশ ১) মোঃ জুদুল ইসলাম@জাহিদ(২৫)কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে, (২) মোঃ সজিব হোসেন@জকি(৩০)কে ১০ গ্রাম হেরোইন ও ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।

গ্রেফতার কৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মোঃ গোলাম রুহুল কুদ্দুস।