ডেস্ক রিপোর্ট।।
রোগীকে পেট কাটা অবস্থায় অপারেশনের টেবিলে ফেলে রেখে পালিয়ে যায় চিকিৎসক সাদ্দাম হোসেন। পরে চাটমোহর থেকে তাকে আটক করে পুলিশ।
পাবনায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে ডা. সাদ্দাম হোসেন নামে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ। রোগীকে পেট কাটা অবস্থায় অপারেশনের টেবিলে ফেলে রেখে পালিয়ে যায় চিকিৎসক সাদ্দাম হোসেন বলে পুলিশ জানায়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সোমবার প্রসূতি তাসলীমা আক্তারের প্রসব বেদনা উঠলে পরিবারের সদস্যরা পাবনার চাটমোহরে ইসলামিক ক্লিনিকে তাকে নিয়ে যায়। জরুরিভাবে ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদ্দাম হোসেন ওই প্রসুতি মায়ের অপারেশন করে। অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি দেখে সেলাই না করে রেখে পালিয়ে যায় চিকিৎসক।
এ অবস্থায় ক্লিনিক কর্তৃপক্ষ রোগীর স্বজনদের জানায় যে রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা ওটিতে গিয়ে দেখেন রোগীর পেট কাটা অবস্থায় রয়েছে এবং রোগী তখনও জীবিত। তারা রোগীকে দ্রুত পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে চাটমোহর থেকে ডা. সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ।




















