ডেস্ক রিপোর্ট ।।
নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্প আন্দাদিয়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিক ইব্রাহিম হাসান রিপনের (২২) বাড়িতে তিনদিন ধরে অনশন করছেন নাসরিন জাহান নামে এক কলেজছাত্রী।
সোমবার (১১ নভেম্বর) দুপুরেও তিনি প্রেমিকের বাড়িতে অনশন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বারহাট্টা সদর ইউনিয়নের স্বল্প আন্দাদিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে মোবাইল ফোনের মেকানিক ইব্রাহিম হাসান রিপনের সঙ্গে একই উপজেলার সাহতা ইউনিয়নের মাছেহালা গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে কলেজছাত্রী নাসরিন আক্তারের গত ২০১৪ সালে পরিচয় হয়। দীর্ঘদিন তাদের মধ্যে মন দেয়া নেয়া চলে। এক পর্যায়ে গত শনিবার বিয়ের দাবিতে প্রেমিকা নাসরিন আক্তার প্রেমিক ইব্রাহিম হাসান রিপনের বাড়িতে অনশন শুরু করেন।
বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















