ডেস্ক রিপোর্ট ।।
রাজধানীর তুরাগে সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ির ধাক্কায় সঞ্জু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (১১ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তালুকদার শাহিনুর আমির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয় কবরস্থান রোডে গাড়িটি সঞ্জুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি ময়লার গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। গাড়ি কিংবা চালককে আমরা এখনো ট্রেস করতে পারিনি। তবে সবাই বলছে ওটা সিটি কর্পোরেশনের গাড়ি, পেছনে ময়লাভর্তি ছিল। তবে এটা ঢাকা উত্তর নাকি গাজীপুর সিটি কর্পোরেশনের গাড়ি সেটিও জানা সম্ভব হয়নি।
এছাড়াও তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারকে বুঝিয়ে দেয়া হবে।
সঞ্জুর বাড়ি নেত্রকোনা জেলায় হলেও পরিবার নিয়ে তিনি তুরাগ চন্দাল ভোগ এলাকায় থাকতেন।




















