সারাদেশ ৬ নভেম্বর, ২০১৯ ০৮:৪২

বৃহস্পতিবার গ্যাস থাকবে না বাড্ডায়

ডেস্ক রিপোর্ট ।।

গ্যাসের স্বল্প চাপ সমস্যা সমাধানের লক্ষ্যে গ্যাস পাইপ লাইনের টাই-ইন কাজের জন্য বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বাড্ডায় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৬ নভেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের তিতাস গ্যাস কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়েছে, মধ্য বাড্ডা বাজার রোড এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা নিরসনকল্পে গ্যাস পাইপ লাইন টাই-ইন কাজের জন্য ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তরবাড্ডা বাজার হতে মধ্যবাড্ডা কাঁচাবাজার পর্যন্ত মেইন রোডের পূর্বপার্শ্বের এলাকা, আদর্শনগর, উত্তর বাড্ডা, রাজউক পুনর্বাসন এলাকা, হোসেন মার্কেট, লুৎফুন টাওয়ার, নিমতলী ও আশপাশে সংলগ্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সংযোগ বন্ধ থাকায় গ্রাহদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।