ডেস্ক রিপোর্ট।।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম (বার), পিপিএম (বার), বিপি-৭৪০১১১৯৭৫৩ কে ঢাকার পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার (টিআর) হিসেবে বদলি করা হয়েছে।
আজ রবিবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অবিলম্বে এ বদলির আদেশ কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।
একটি সূত্র জানিয়েছে যে, আম্বার গ্রুপের কর্ণধার শওকত আজিজ রাসেলের স্ত্রী ও ছেলেকে গভীর রাতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।






















