সারাদেশ ৩ নভেম্বর, ২০১৯ ০৭:২১

কুমিল্লার লাকসামে অন্তঃসত্ত্বা মায়ের মৃতদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।। 

কুমিল্লার লাকসামে মহসিমা আক্তার সুমি (২৮) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ রবিবার বাড়ির পাশে একটি পুকুর থেকে ওই গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করা হয়। তিনি উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় গ্রামের বেড়িবাঁধ এলাকার আবদুল মুনাবের ছেলে মো. রাব্বির স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে সুমি তার স্বামীর সঙ্গে বাবার বাড়ি দেবপুর থেকে শ্বশুর বাড়ি সিংজোড়ে আসেন। অন্যান্য দিনের মতো রাতের খাবার খেয়ে তারা স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়েন। সকাল ৬টার দিকে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে পাশে না পেয়ে বাড়িতে এবং আশপাশে খোঁজাখুজি করেন। কিন্তু কোথাও না পেয়ে সকাল পৌনে ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে পানিতে ডুবে থাকা ওই গৃহবধূর মৃতদেহের সন্ধান মেলে।

সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করে পুলিশ।

গৃহবধূর স্বামী রাব্বি জানান, প্রায় ৬ বছর আগে পার্শ্ববর্তী মনোহরগঞ্জ উপজেলার ঝলম (উত্তর) ইউনিয়নের দেবপুর গ্রামের রুহুল আমিনের মেয়ের সঙ্গে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর সুখেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। পারিবারিক জীবনে কখনো তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হয়নি। তাদের ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা। চিকিৎসকের মতে ২/৩ দিন পর সন্তান প্রসবের কথা রয়েছে। কিভাবে কী ঘটে গেল বুঝতে পারছি না। 

এ ব্যাপারে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিহত গৃহবধূর মৃত্যুতে কোনো পক্ষের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।