সারাদেশ ২ নভেম্বর, ২০১৯ ০৮:৪৪

শিল্পপতির বাসায় কাজের লোক পরিচয়ে প্রবেশ করে দুজনকে গলা কেটে হত্যা

ডেস্ক রিপোর্ট।। 

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে বাড়ির মালিক ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কাজের লোক পরিচয়ে বাসায় ঢুকে তাদের খুন করা হয়। এ সময় বাসায় বাড়ির মালিক আফরোজা বেগম এবং তার গৃহকর্মী দিতি ছাড়া আর কেউ ছিলেন না। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে শনাক্তের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

 ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ি। ৬ তলা এই ভবনে পরিবারসহ থাকতেন আফরোজা বেগম।

ভবনের পাঁচ ও ছয় তলায় মোট ৩টি ফ্ল্যাটে তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা বসবাস করতেন। ১টি ফ্ল্যাটে থাকতেন আফরোজা বেগম।

বাড়ির দারোয়ান জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে কাজের লোক পরিচয় এক নারী  আফরোজা বেগমের ফ্ল্যাটে ঢোকেন। সন্ধ্যা সাড়ে ৬টায় বের হয়ে যান তিনি। এরপরই ফ্ল্যাটে মেলে আফরোজা বেগম ও গৃহকর্মী দিতির গলাকাটা মরদেহ।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, নিহত আফরোজা বেগমের ফ্ল্যাটের আলমারি-ওয়্যারড্রবের তালা ভাঙা ছিল।

ঘটনাস্থলে কাজ করছে সিআইডির ফরেনসিক ইউনিটের সদস্যরা। নিহত আফরোজা বেগম, শিল্পপতি কাজী মনির উদ্দীন তারিমের শ্বাশুড়ি।