ডেস্ক রিপোর্ট ।।
মা ইলিশ আহরণে ২২ দিন নিষেধাজ্ঞার পর রাজধানীর বাজারে এসেছে ইলিশ। ইলিশের আগমনে কমেছে অন্য মাছের দাম। এমনকি দামও রয়েছে সাধ্যের মধ্যে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় বাজারে ইলিশ আসার পর অন্যান্য মাছও কেজিপ্রতি ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম কমে গিয়েছে।
এসব বাজারে প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকার মধ্যে, ৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে, ৫০০ গ্রামের বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে। অন্য দিকে তিন পিসে কেজি এমন ইলিশ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে।
অপর দিকে মাছ ভেদে অন্য মাছের দাম কমেছে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত। এসব বাজারের প্রতিকেজি (আকার ভেদে) রুই (বার্মিজ) বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা, দেশি রুই ২৪০ থেকে ৩০০ টাকা, মৃগেল ২০০ থেকে ২৫০ টাকা, তেলাপিয়া ১৩০ থেকে ১৫০ টাকা, পাঙাস ১২০ থেকে ১৪০ টাকা, কই ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে। এছাড়া কেজিপ্রতি শিং ৩০০ থেকে ৪৫০ টাকা, দেশি মাগুর ৪০০ থেকে ৬৫০, বাইন মাছ (দেশি) ৩০০ থেকে ৪০০ টাকা, বাইন মাছ (নদী) ৪৫০ থেকে ৬৫০ টাকা, বাইলা ৩০০ থেকে ৫০০ টাকা, কাচকি ২৫০ থেকে ৩০০ টাকা, মলা ২২০ থেকে ২৮০, পুঁটি (দেশি) ৩০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
বাজারের খুচরা মাছ বিক্রেতারা বলছেন, ইলিশের দাম সাধ্যের মধ্যে হওয়ায় ভালো বেচা-কেনা হচ্ছে। তবে ইলিশের কারণে কমেছে অন্য মাছের দাম।




















