সারাদেশ ৩০ অক্টোবর, ২০১৯ ১০:১১

ফেনীকে শান্তির জেলা বানাতে চান জয়নাল হাজারী

ডেস্ক রিপোর্ট।। 

একসময় ফেনীর ত্রাস জয়নাল হাজারী এখন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার এড়াতে পালিয়ে আত্মগোপন করেন ভারতে। দল থেকে বহিষ্কারের পর প্রায় দেড় দশক তিনি রাজনীতিতে ছিলেন নিষ্ক্রিয়।

জয়নাল হাজারী বলছেন, এখন নিজের পরিবর্তনের মাধ্যমে ফেনীকে শান্তির জেলা বানাতে চান তিনি।

১৯৯৬ সালে আওয়ামী লীগের শাসনামলে জয়নাল হাজারী ছিলেন ফেনীর রাজনীতিতে বহুল আলোচিত ও সমালোচিত একটি নাম। তার একচ্ছত্র দাপট আর হাজারি বাহিনীর তান্ডবে প্রতিপক্ষের রাজনীতি ছিল নির্বাসিত এলাকাবাসী ছিলেন আতংকিত।

২০০৪ সালে নিজ দল থেকে বহিষ্কারের পর একরকম নির্বাসিত জীবনে চলে যান তিনি। সম্প্রতি দলের দায়িত্ব পেয়ে এখন বদলে যাবার কথা বলছেন।

দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের ব্যক্তিগতভাবে তাকে পছন্দ না করার কারনও ব্যাখ্যা করেন জয়নাল হাজারী।

প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে ফেনীতে ফিরতে চান তিনি। নিজ এলাকার রাজনীতিতে এক ব্যক্তির আধিপত্য ও সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কেও মুখ খোলেন জয়নাল হাজারি।

এলাকাবাসী বলছেন, সন্ত্রাস, চাঁদাবাজিসহ একক আধিপত্য বন্ধ হয়নি ফেনীর রাজনীতিতে, বরং বেড়ে গেছে। এক হাজারির অনুপস্থিতিতে অন্য এক হাজারি সৃষ্টি করেছেন ত্রাসের রাজত্ব, সাধারন মানুষ আছেন জিম্মি দশায়।

ফেনীতে এখন নেই জয়নাল হাজারী। তবে কি এখন শান্তি বিরাজ করছে ফেনীতে। বন্ধ হয়েছে সন্ত্রাস, চাঁদাবাজি। তেমন স্বস্তির খবর পাওয়া যায়নি সেই জনপদ থেকে।