ডেস্ক রিপোর্ট ।।
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বন্ধ ঘর থেকে হাজেরা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার কেলিশহর গুচ্ছগ্রাম এলাকা থেকে স্থানীয়দের খবর পেয়ে গৃহবধূর লাশ উদ্ধার করেন পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী শামসুল আলমকে (৪০) গ্রেফতার করা হয়েছে।
নিহত গৃহবধূ হাজেরা বেগম বাঁশখালী উপজেলার নাপুরা ৫ নম্বর ওয়ার্ডের শেখের খীল এলাকার মৃত ফজল আহমদের মেয়ে। তার স্বামী একই এলাকার জাফর আহমদের ছেলে।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাসা থেকে গৃহবধূ হাজেরার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী শামসুল আলমকে আটক করা হয়েছে।




















