সারাদেশ ৩০ অক্টোবর, ২০১৯ ০১:২৬

সাভারে ট্রাকচাপায় এক কিশোর নিহত

ডেস্ক রিপোর্ট ।।

সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল চালক অজ্ঞাত এক কিশোর নিহত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট এলাকা সংলগ্ন ব্যান্ডবক্স কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই কিশোর ইকরা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তবে নাম সহ তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে স্কুল থেকে মোটরসাইকেল ভ্রমণে যায় ওই কিশোর। পথে ওই এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল থেকে পড়ে যায় সে। এরপর একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক একরামুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।