ডেস্ক রিপোর্ট।।
পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে হ-য-ব-র-ল অবস্থা চলছে বিএনপির দুই অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল ও স্বেচ্ছাসেবক দলে। মেয়াদ শেষের দ্বারপ্রান্তে এসেও পূর্ণাঙ্গ কমিটি পায়নি সংগঠন দুটো। শেষ সময়ে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে কমিটি পূর্ণাঙ্গ করার তোড়জোর শুরু হয়েছে হঠাৎ করেই।
এদিকে, দলের চলমান অচলাবস্থা দূর করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরই কাউন্সিল চান নেতাকর্মীরা।
২০১৬ সালের ২৭ অক্টোবর ঘোষিত সাত সদস্যের আংশিক কমিটির তিন বছরের মেয়াদ শেষ হতে আর এক দিন বাকি। এখনও ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি পায়নি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে মেয়াদ শেষের আগেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার লক্ষ্য নিয়ে কাজ চলছে স্বেচ্ছাসেবক দল।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু বলেন, "কেন্দ্র পর্যন্ত সকল পর্যায়ে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে, সকলের মতামতকে সন্নীবেশিত করে একটা অর্থবহ, একটা কার্যকর কমিটি গঠন করছি।"
স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেন, "অবশ্যই চাইব সকল পর্যায়ে- ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, সেন্ট্রাল- সব জায়গায় আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করব।"
অন্যদিকে, ২০১৭ সালের ১৭ জানুয়ারি গঠন করা হয় জাতীয়তাবাদী যুবদলের নতুন কমিটি। তখনও ২১১ সদস্যের মধ্যে মাত্র পাঁচটি পদের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নেতারা বলছেন, নানা প্রতিকূলতায় আটকে থাকলেও নির্ভুল পূর্ণাঙ্গ কমিটির কাজ গুছিয়ে এনেছে যুবদল।
জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, “যুবদলের কমিটি দেয়ার পরে স্বল্পতম সময়ের মধ্যেই যুবদলের পূর্ণাঙ্গ কমিটি হবে, এমনটা নেতাকর্মীরা আশা করেছিলেন, আমরাও আশা করেছিলাম। এটা খুব যৌক্তিক দাবি। কিন্তু বাস্তবতা একটু অন্যরকমই ছিলো।
তিনি আরো বলেন, "যদিও কমিটিটা করতে দেরি হয়েছে, একটু যাচাই-বাছাইয়ের মধ্যে দিয়ে যেন ত্রুটিমুক্ত হয়, এজন্য একটু সময় নিচ্ছি আমরা।"
প্রতিষ্ঠার পর ছয়বার পূর্ণাঙ্গ কমিটি হয়েছে জাতীয়তাবাদী যুবদলের, এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি হয়েছে পাঁচবার। তবে কোন কাউন্সিল অনুষ্ঠিত হয়নি কখনও।
কমিটি নিয়ে সংকট দূর করার পাশাপাশি গ্রহণযোগ্য নেতৃত্ব বাছাইয়ে কাউন্সিলের দাবি তুলেছেন সংগঠনের নেতারা।
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী বলেন, "আগামী সপ্তাহে মধ্যে আমাদের কমিটি কমপ্লিট করা হবে। কাজটি নির্বাচনের মাধ্যমে হলে সকলেই তার মতামত প্রকাশ করতে পারে, এবং একটি গণতান্ত্রিক ধারা সৃষ্টি হয়।"


















