সারাদেশ ২৩ অক্টোবর, ২০১৯ ০৭:২৪

টেকনাফে বন্দুকযুদ্ধে ডাকাত সরদার নিহত, তিন পুলিশ আহত

ডেস্ক রিপোর্ট ।।

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মোহাম্মদ সেলিম প্রকাশ ওরফে সলিম ডাকাত (৩৫) নামে এক ডাকাত সরদার নিহত হয়েছেন। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) ভোররাতে উপজেলার হোয়াইক্যংয়ের কেরুনতলী পাহাড়ে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশিয় তৈরি এলজি, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড খোসা ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ সেলিম হোয়াইক্যংয়ের চাকমারকুল এলাকার কবির হোসেনের ছেলে। সে দীর্ঘদিন ধরে একটি ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলো বলে দাবি পুলিশের।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক করার পর রাতে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।