ডেস্ক রিপোর্ট।।
রাজধানীর পোস্তগোলার ভাষা প্রদীপ বিদ্যালয় থেকে ২০১৯ শিক্ষাবর্ষে বিতরণযোগ্য প্রায় ১৬ হাজার পাঠ্যবই জব্দ করেছে র্যাব।
মঙ্গলবার রাতে, বিদ্যালয়টিতে অভিযান চালিয়ে এসব বই জব্দ করেন র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন। বিতরণের পরে কাগজে-কলমে ২৫ হাজার পাঠ্যবই থাকার কথা থাকলেও ১৬ হাজার বই পাওয়া গেছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আফসানা শাহিনের বিরুদ্ধে কর্মচারীদের সহযোগিতায় সরকারি এসব পাঠ্যবই বিক্রির অভিযোগ ওঠে।
বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাকে জানানো হলেও পাঁচ মাসেও বইগুলো সরকারি দপ্তরে ফেরত নেয়া হয়নি। র্যাব বলছে, গাফিলতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভাগীয় শিক্ষা কর্মকর্তাকে সুপারিশ করা হবে।


















