জেলা প্রতিনিধি
হত্যা-নাশকতার মামলায় নাটোর-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের খালাতো ভাই ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সোহেল রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান।
গ্রেপ্তার সোহেল রেজা নাটোর জেলা ফুটবল অ্যাসোসিয়েসনের সভাপতি ছিলেন।
ওসি মাহাবুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ি থেকে সোহেল রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাটোর সদর থানায় হত্যা ও নাশকতার মামলা রয়েছে। তিনি হিন্দুদের চলমান আন্দোলনে উসকানি দিচ্ছেন বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।





















