সারাদেশ ২১ অক্টোবর, ২০২৪ ০৮:১২

আটক ছাত্রদলের পাঁচ নেতার শাস্তির দাবিতে বিক্ষোভ

মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে বালু ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীসহ কয়েকজনকে কুপিয়ে জখমকারী চাঁদাবাজ ও সন্ত্রাসী আনোয়ার হোসেন আনুসহ তার অনুসারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে ভাড়ারিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী আনোয়ার হোসেন আনু, রনি মিয়া ও সুমন মিয়াসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা।

এসময় মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী ইউসুফ আলী, সোহাগ মিয়া, ইদ্রিস আলী ও মনির হোসেনসহ এলাকাবাসী বক্তব্য রাখেন।