ফরিদপুর অফিস
ফরিদপুরে পুলিশের বাধার কারণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পূর্ব নির্ধারিত মানববন্ধন করতে পারেননি জেলার বিভিন্ন স্থান থেকে আসা ইউপি চেয়ারম্যান ও সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা ইউনিয়ন পরিষদ ফোরামের উদ্যোগে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করার চেষ্টা করেন। কিন্তু আগে থেকেই সেখানে পুলিশ অবস্থান নেয়। এ সময় মানববন্ধনকারীরা এলে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে মানববন্ধনকারীরা ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ সেখান থেকেও তাদের সরিয়ে দেয়। এতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেননি।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ২ নম্বর নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহিন আলম শাহাবুর, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন, ভাঙ্গা উপজেলার আলগি ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াসহ মানববন্ধনকারীরা জানান, শান্তিপূর্ণভাবে তারা মানববন্ধন করার চেষ্টা করলেও পুলিশ মানববন্ধন করতে দেয়নি। তারা জানান, জনগণের নির্বাচিত প্রতিনিধি, তাই নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তাদের স্বপদে আসীন রাখতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাতে এসেছিলেন তারা। পরে ইউপি সদস্যদের পক্ষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন তারা।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদুজ্জামান এ বিষয়ে বলেন, সরকারের নির্দেশ ছিল কর্মসূচি করতে না দিতে। এ ছাড়া সেখান থেকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারত। চেয়ারম্যান ও সদস্যদের কোনো বক্তব্য থাকলে সেটা প্রশাসনকে লিখিতভাবে জানাতে বলেছেন।




















