ডেস্ক রিপোর্ট।।
চট্টগ্রামের আনোয়ারায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। একইদিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ স্বজনরা।
নিহতরা হলেন- মফিজ উদ্দিন ও তার দুই ছেলের স্ত্রী বুলবুলি আক্তার এবং জয়নব বেগম।
পুলিশ জানায়, দুপুরে চট্টগ্রামের বাঁশখালীর কাজির বাড়ির অসুস্থ মফিজ উদ্দিনকে নিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বাঁশখালীতে নিজেদের বাড়ি ফিরছিলেন পরিবারের সদস্যরা। আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের উত্তর পাশে পৌঁছালে হঠাৎ অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মফিজ উদ্দিনের মৃত্যু হয়।
গুরুতর আহত মফিজউদ্দিনের দুই ছেলে ও তাদের স্ত্রী এবং চালককে নেয়া হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে নেয়ার পর মারা যান দুই ছেলের স্ত্রী বুলবুলি আক্তার ও জয়নব বেগম। মফিজ উদ্দিনের ছেলে শাহাবুদ্দিন, নিজামুদ্দিন ও অ্যাম্বুলেন্স চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ।





















