সারাদেশ ১৬ অক্টোবর, ২০১৯ ১১:০৩

তুহিন হত্যা: দোষ স্বীকার করে দুই জনের জবানবন্দি

ডেস্ক রিপোর্ট ।। 

সুনামগঞ্জের শিশু তুহিন হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা পুলিশ। এদের মধ্যে দুইজন আসামী গতকাল (১৫ অক্টোবর) নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) যোগাযোগ করা হলে সুনামগঞ্জের দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল বলেন, ‘গ্রেফতারকৃত পাঁচ আসামীর মধ্যে তুহিনের আরেক চাচা নাসির মিয়া ও চাচাতো ভাই শাহরিয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। নিহত শিশু তুহিনের বাবা আবদুল বছির, চাচা আবদুল মছব্বির ও প্রতিবেশী জমসের আলী তিন দিনের রিমান্ডে আছেন।’

তুহিন হত্যাকান্ডে পরিবারের অন্য কোন সদস্য জড়িত কি না জানতে চাইলে ওসি দিরাই জানান, ‘‘পুলিশ সেদিক দৃষ্টি রেখে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’’

গত রোববার (১৩ অক্টোবর) রাতের কোন এক সময় পাঁচ বছর বয়সী তুহিনকে হত্যা করে তার মরদেহ কদম গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়। মামলা সংশ্লিষ্ট পুলিশ ও আসামীদের স্বীকারোক্তি থেকে জানা গেছে, প্রতিপক্ষকে ফাঁসাতে পরিবারের সদস্য ও প্রতিবেশি মিলে হত্যা করেন তুহিনকে।