সারাদেশ ১৬ অক্টোবর, ২০১৯ ০৭:০৭

বুয়েটে গণশপথে আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তি

ডেস্ক রিপোর্ট।। 

আবরার হত্যার বিচার দাবিতে টানা মাঠের আন্দোলনের আনুষ্ঠানিক সমাপ্তিতে গণশপথ নেন বুয়েট শিক্ষার্থীরা। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে গণশপথ শুরু হয়।

মাঠের আন্দোলনের ইতি ঘটলেও প্রশাসনের দেওয়া আশ্বাস এবং প্রতিশ্রুতি পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আসামিদের চার্জশিট হওয়ার পর অভিযুক্তদের স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত কোনও অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না তারা। অনড় থাকবেন দশ দফা দাবিতেও।

শিক্ষার্থীদের অভিযোগ, আবরারের হত্যাকাণ্ডকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে একটি মহল। অবিলম্বে তা বন্ধেরও দাবি জানান তারা।