সারাদেশ ১৪ অক্টোবর, ২০১৯ ০৮:২৮

ইলিশ ধরায় ৩৫ নৌকা ও ১১৫২ কেজি ইলিশ জব্দ

ডেস্ক রিপোর্ট ।। 

সরকার ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১,৭৪,০০০ মিটার কারেন্ট জাল, ৩৫ টি নৌকা ও ১১৫২ কেজি ইলিশ জব্দ করেছে নৌ পুলিশের বিভিন্ন ইউনিট । এ সময় ১১৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৩ জনকে জরিমানা ও ৯০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়  এবং ১ জনের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা যায়- ১২ অক্টোবর, ২০১৯ সকাল ছয়টা থেকে ১৩ অক্টোবর সকাল ছয়টা পর্যন্ত নৌ পুলিশের বিভিন্ন থানা ও কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

নৌ পুলিশের ১১৬ টি থানা ও কেন্দ্র রয়েছে । নিষেধাজ্ঞা থাকা পর্যন্ত নৌ পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ৯ অক্টোবর,২০১৯ থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়নিষিদ্ধ থাকবে। এ আইন অমান্য করলে জেল অথবা জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।