নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরীর দৌলতপুর অগ্নিকান্ডের ঘটনা শুনে উমরা করতে গিয়েও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। তিনি অসহায় পরিবারের খোঁজ খবর এবং নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন।
জানা গেছে, খুলনা মহানগরীর দৌলতপুর থানার অন্তগত দত্ত বাড়ি এলাকায় জাহাঙ্গীর মৃধা (৫৫) নামের এক অসহায় পরিবারের ভাড়া বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। এতে বাড়িতে থাকা লেপ, তোষক, কাপড়, রান্নার সকল আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়।
গণমাধ্যমের মাধ্যমে উক্ত ঘটনাটি সৌদি আরবে উমরাহ করতে থাকা অবস্থায় খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এমপির নজরে আসে। তিনি সঙ্গে সঙ্গে অসহায় পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য নির্দেশনা দেন এবং ১০ হাজার টাকা নগদ অর্থ সহোযোগিতা প্রদান করেছেন । উমরা থেকে ফিরে তিনি অসহায় পরিবারের জন্য থাকার ব্যবস্থা বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, জাহাঙ্গীর মৃধা (৫৫)ভিক্ষা করে সংসার চালান। তিনি ৮০০ টাকা দিয়ে ছোট্ট একটা কুঠিরে বসবাস করেন।





















