ডেস্ক রিপোর্ট।।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরে গেছেন। চিকিৎসার জন্য তিনি সেখানে গেছেন বলে জানিয়েছেন। মির্জা ফখরুলের প্রায় সঙ্গে সঙ্গেই সিঙ্গাপুর গেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, সিঙ্গাপুরে এই দুই নেতার মধ্যে কয়েক দফা কথা হয়েছে।
লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বেশকিছু ব্যাবসা রয়েছে সিঙ্গাপুরে। তার ঘনিষ্ঠ বন্ধু এবং বাংলাদেশে একটি রেডিও স্টেশনের অন্যতম মালিক সেই ব্যবসাগুলো দেখভাল করেন। প্রত্যেকবার মির্জা ফখরুল যখন সিঙ্গাপুরে যান তখন তারেকের বার্তাগুলো তার কাছে পৌঁছে দেন তারেকের সেই বন্ধু। বিএনপির রাজনীতির বিভিন্ন বিষয় নিয়েও তারা কথা বলেন। তারেকের সেই ব্যবসায়ী বন্ধুই এবার ফখরুল এবং কাদেরের মধ্যকার বৈঠকের মধ্যস্থতা করেছেন বলে জানা গেছে।
ফখরুল-কাদেরের বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায় নি। তবে একটি সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী আন্দোলন, সংসদ ও সংসদের বাইরে জোটবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে বিএনপি এবং জাতীয় পার্টি কীভাবে ঐক্যমত হতে পারবে সে বিষয়ে তাদের আলোচনা হয়েছে। এ ব্যাপারে তারেক জিয়াও টেলিফোনে যুক্ত হয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে।




















