সারাদেশ ১৩ অক্টোবর, ২০১৯ ০১:২৫

বারডেম হাসপাতালে টেলিভিশন বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট ।। 

রাজধানীর বারডেম হাসপাতালের একটি কেবিনে টেলিভিশন বিস্ফোরিত হয়েছে বলে জানা গেছে।

আজ বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের ১২ তলার ১২০৬ নম্বর কেবিনে এ বিস্ফোরণে ঘটনা ঘটে।

বারডেম হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক গণমাধ্যমকে বলেন, ওই কেবিনে একটি পুরনো মডেলের টেলিভিশন বিকট শব্দে বিস্ফোরিত হয়।

এরপর ওই কক্ষের রোগীকে দ্রুত বের করে আনা হয়।

বিস্ফোরণে আগুন লাগেনি এবং কক্ষেরও কোনো ক্ষতি হয়নি বলে তিনি জানান।