সারাদেশ ১১ জানুয়ারি, ২০২৪ ০৪:৫২

নাটোরে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক : নাটোর জেলার তেবাড়িয়া এলাকায় যাত্রীবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার(১১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহরে তেবাড়িয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।

নিহত রজব আলী বাগাতিপাড়া উপজেলার ফাগুড়দিয়ার এলাকার মৃত আসমত আলীর ছেলে। এবং তিনি সাফল্য বিদ্যা নিকেটনের শিক্ষক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  দুপুরে বাগাতিপাড়া থেকে মোটরসাইকেল যোগে নাটোর শহরে আসছিলেন। এ সময় নাটোর-রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া এলাকায় ইউনাইটেড ফিলিং স্টেশনে তেল পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে আসা যাত্রীবাহী ন্যাশনাল ট্রাভেলসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে চালক সড়কের পাশে ছিটকে পড়ে গেলে যায়। পরে স্থানীয়রা মোটরসাইকেল চালককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন।

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদেরকাগজ /  এইচকে