সারাদেশ ৭ জানুয়ারি, ২০২৪ ১০:৫১

কিশোরগঞ্জ-৬ এক কেন্দ্রে ভোট স্থগিত

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর, ভৈরব উপজেলা) আসনের ৩৯নং কেন্দ্রের ভোট সাময়িক স্থগিত করেছে নির্বাচন কমিশন। 

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ-৬ আসনের বধুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করেছে ইসি।

প্রিজাইডিং কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এক ঘণ্টা  স্থগিতের পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। 

আমাদেরকাগজ / এইচকে