সারাদেশ ১৮ ডিসেম্বর, ২০২৩ ০৪:৫৭

বাবা-মায়ের কবর জিয়ারত করে প্রচারণা শুরু সেলিম ওসমানের

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য একেএম সেলিম ওসমান নির্বাচনী প্রচারণা শুরু করেছেন । বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে তিনি প্রচারণার সূচনা করেন।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ পাওয়ার পর ফতুল্লার মাসদাইর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন সেলিম ওসমান।

জেলা প্রশাসকের কার্যালয়ে সেলিম ওসমানকে নিয়মানুযায়ী জাপার ‘লাঙল’ প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হক। প্রতীক পাওয়ার পর পরই মাসদাইর কবরস্থানের দিকে রওনা দেন তিনি।

এ সময় সেলিম ওসমানের সঙ্গে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কাউন্সিলর আফজাল হোসেন, মহানগর তাঁতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ এম ফারুক সাহেদ, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সেলিম ওসমান প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বড় ভাই।


প্রসঙ্গত, প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতে পারছেন প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারি সকাল ৮ টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা করা যাবে। ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে।

আমাদেরকাগজ / এইচকে